বাংলা সাহিত্যের ইতিহাস থেকে: ১৫০টি গুরুত্বপূর্ণ MCQ “বাংলা সাহিত্যের সকল যুগের গুরুত্বপূর্ণ তথ্য ও MCQ এক জায়গায়। চর্যাপদ থেকে আধুনিক বাংলা সাহিত্য পর্যন্ত ১৫০টি প্রশ্ন উত্তর, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক। দ্রুত শিখুন, সহজে মনে রাখুন।” ১। বাংলাসাহিত্য কত বছর ধরে রচিত হচ্ছে?ক) ৫০০ বছরখ) ৭০০ বছরগ) হাজার বছরেরও বেশি সময় ✅ঘ) ৮০০ বছর ২। বাংলাসাহিত্যের প্রথম বইটির নাম কী?ক) মঙ্গলকাব্যখ) শ্রীকৃষ্ণকীর্তনগ) চর্যাপদ ✅ঘ) গীতবিতান ৩। কোন শতকে বাংলাসাহিত্যের জন্ম?ক) নবম শতকখ) দশম শতকের মাঝামাঝি ✅গ) দ্বাদশ শতকঘ) চতুর্দশ শতক ৪। বাংলাসাহিত্যের জন্মলগ্নে সমাজের উঁচু শ্রেণীর ভাষা কোনটি ছিল?ক) পালিখ) প্রাকৃতগ) সংস্কৃত ✅ঘ) আরবি ৫। বাংলাসাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?ক) মেঘনাদবধ কাব্যখ) চর্যাপদ ✅গ) আলালের ঘরের দুলালঘ) বিদ্যাসুন্দর ৬। চর্যাপদের রচনাকাল কত?ক) ৯৫০–১২০০ ✅খ) ১২০০–১৩৫০গ) ১৩৫০–১৫০০ঘ) ১৫০০–১৬০০ ৭। বাংলা গদ্যের আবির্ভাব কোন সময়ে ঘটে?ক) ১৫০০ সালের পর থেকেখ) ১৬০০ সালের পর থেকেগ) ১৭০০ সালের পর থেকেঘ) ১৮০০ সালের পর থেকে ✅ ৮। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য প্রধানত কেমন ছিল?ক) গদ্যরূপেখ) পদ্যরূপে ✅গ) নাট্যরূপেঘ) উপন্যাস আকারে ৯। নৃ্তাত্ত্বিকদের মতে বাঙালি পূর্বপুরুষ কারা?ক) আর্যরাখ) সিংহলের ভেড্ডারা ✅গ) দ্রাবিড়রাঘ) মুঘলরা ১০। ‘ভারততীর্থ’ কার লেখা কবিতা?ক) নজরুল ইসলামখ) রবীন্দ্রনাথ ঠাকুর ✅গ) মাইকেল মধুসূদন দত্তঘ) জসীমউদ্দীন ১১। বাঙালি রক্তধারায় কোন কোন জাতির রক্ত মিশে আছে?ক) দ্রাবিড়, আর্য, আরবিখ) ভেড্ডা, মঙ্গোলীয়, ইন্দো–আর্য, শক ✅গ) ফারসি, আরবি, তুর্কিঘ) আর্য, মুঘল, হুন ১২। মধ্যযুগের একজন দেশপ্রেমিক কবি কে?ক) মুকুন্দরাম চক্রবর্তীখ) দৌলত কাজী ✅গ) জয়নুল আবেদীনঘ) জ্ঞানদাস ১৩। কোন ভাষাটি মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষায়?ক) পালিখ) প্রাচীন ভারতীয় আর্যভাষা ✅গ) প্রাকৃতঘ) সংস্কৃত ১৪। সংস্কৃত ভাষার অপর নাম কী?ক) প্রাচীন ভারতীয় আর্যভাষা ✅খ) পালিগ) প্রাকৃতঘ) দ্রাবিড় ১৫। ভাষা কী মেনে চলে?ক) রীতি-নীতিখ) নিয়ম কানুন ✅গ) প্রাকৃতিক ধারাঘ) সংস্কৃতির প্রভাব ১৮। প্রাচীন ভারতীয় আর্যভাষা পরিবর্তিত হয়ে কোন রূপটি নেয়?ক) প্রাকৃতখ) পালি ✅গ) সংস্কৃতঘ) হিন্দি ১৯। প্রাচীন ভারতীয় আর্যভাষা হাজার বছর ধরে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় রূপ নেয়।এই ক্রমবিকাশের ধারায় পর্যায়ক্রমে আর কোন দুটি ভাষা ছিল?ক) প্রাকৃত, সংস্কৃতখ) পালি, প্রাকৃত ✅গ) আরবি, ফারসিঘ) হিন্দি, উর্দু ২০। কোন ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ আর অন্যান্য বই লিখতেন?ক) সংস্কৃতখ) প্রাকৃতগ) পালি ✅ঘ) বাংলা ২১। সন্ধ্যার কুহেলিকা কার পঙতিতে পঙতিতে ছড়ানো?ক) বিদ্যাপতিখ) চর্যাপদগ) দৌলত কাজীঘ) কালিদাস👉 উত্তর: খ) চর্যাপদ ২২। চর্যাপদের ভাষা কে কি নাম দেওয়া হয়েছে?ক) মাগধী ভাষাখ) প্রাকৃত ভাষাগ) সান্ধ্য / আলো আঁধারির ভাষাঘ) পালি ভাষা👉 উত্তর: গ) সান্ধ্য / আলো আঁধারির ভাষা ২৩। প্রাচীন বাংলা ভাষার কয়টি স্তর ও কী কী?ক) দুইটি – প্রাচীন ও মধ্যখ) তিনটি – প্রাচীন, মধ্য, আধুনিকগ) চারটি – বৈদিক, পালি, প্রাকৃত, বাংলাঘ) একটি – আধুনিক বাংলা👉 উত্তর: খ) তিনটি – প্রাচীন, মধ্য, আধুনিক ২৪। বাংলা ভাষা / সাহিত্যের প্রাচীন, মধ্য, আধুনিক যুগের ব্যাপ্তিকাল কোনটি?ক) ১০০০–১৪০০; ১৪০০–১৮০০; ১৮০০– বর্তমানখ) ৯৫০–১২০০; ১৩৫০–১৮০০; ১৮০০ – বর্তমানগ) ১২০০–১৪০০; ১৪০০–১৯০০; ১৯০০ – বর্তমানঘ) ৯০০–১১০০; ১১০০–১৬০০; ১৬০০ – বর্তমান👉 উত্তর: খ) ৯৫০–১২০০; ১৩৫০–১৮০০; ১৮০০ – বর্তমান ২৫। ‘বাঙলা’/’বঙ্গ’/’বাঙ্গালা’ নামগুলো উৎপত্তির কাহিনী বয়ান করেছেন কে?ক) বিদ্যাপতিখ) দৌলত কাজীগ) আবুল ফজলঘ) আলাউদ্দিন হোসেন শাহ👉 উত্তর: গ) আবুল ফজল ২৬। বঙ্গ+আল= বাঙ্গাল, এই ‘আল’ অংশটুকু কোন প্রসঙ্গে এসেছে?ক) নদীর নামখ) জমির আল, সীমানা, বাঁধগ) রাজাদের উপাধিঘ) পাহাড়ি অঞ্চল👉 উত্তর: খ) জমির আল, সীমানা, বাঁধ ২৭। কোন শতকে বাংলাদেশ বিভিন্ন জনপদে বিভক্ত ছিল?ক) পঞ্চম–ষষ্ঠখ) ষষ্ঠ–সপ্তদশগ) সপ্তদশ–অষ্টাদশঘ) অষ্টাদশ–ঊনবিংশ👉 উত্তর: খ) ষষ্ঠ–সপ্তদশ ২৮। শশাঙ্ক কোন জনপদের রাজা ছিলেন?ক) পুন্ড্রখ) রাঢ়গ) গৌড়ঘ) মাগধ👉 উত্তর: গ) গৌড় ২৯। শশাঙ্কের আমলে পশ্চিম বাংলা প্রথমবারের মত ঐক্যবদ্ধ হয়। তখন কোন তিনটি জনপদ একত্রিত হয়েছিল?ক) গৌড়, মাগধ, বরেন্দ্রখ) রাঢ়, পুন্ড্র, গৌড়গ) পুন্ড্র, মিথিলা, কামরূপঘ) রাঢ়, মাগধ, কামরূপ👉 উত্তর: খ) রাঢ়, পুন্ড্র, গৌড় ৩০। শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন?ক) বাংলার রাজাখ) গৌড়াধিপতিগ) সম্রাটঘ) মহারাজা👉 উত্তর: খ) গৌড়াধিপতি ৩১। গৌড়ের প্রতিদ্বন্দী ছিল কোন জনপদ?ক) মাগধখ) বঙ্গগ) পুন্ড্রঘ) রাঢ়👉 উত্তর: খ) বঙ্গ ৩২। পাঠান শাসনামলে কোন নামে বাংলার সব জনপদ এক হয়?ক) গৌড়খ) বঙ্গগ) বরেন্দ্রঘ) কামরূপ👉 উত্তর: খ) বঙ্গ ৩৩। কত সালে ভারতবর্ষ তিন খন্ড হয়?ক) ১৯৪৫খ) ১৯৪৬গ) ১৯৪৭ঘ) ১৯৪৮👉 উত্তর: গ) ১৯৪৭ ৩৪। বাংলা সাহিত্যের ফসলশূন্য সময় কোনটি?ক) ৯৫০–১২০০খ) ১২০০–১৩৫০ (অন্ধকারযুগ)গ) ১৩৫০–১৮০০ঘ) ১৮০০–বর্তমান👉 উত্তর: খ) ১২০০–১৩৫০ (অন্ধকারযুগ) ৩৫। মধ্যযুগের প্রধান কাব্যধারার নাম কী?ক) বৈষ্ণব পদাবলিখ) প্রাচীন কাব্যগ) মঙ্গলকাব্যঘ) চর্যাপদ👉 উত্তর: গ) মঙ্গলকাব্য ৩৬। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল কোনটি?ক) চর্যাপদখ) বৈষ্ণব পদাবলিগ) মঙ্গলকাব্যঘ) রামায়ণ👉 উত্তর: খ) বৈষ্ণব পদাবলি ৩৭। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান কোনটি?ক) কবিতাখ) পদাবলিগ) গদ্যঘ) নাটক👉 উত্তর: গ) গদ্য ৩৮। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন?ক) রামরাম বসুখ) উইলিয়াম কেরিগ) রাজা রামমোহন রায়ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর👉 উত্তর: খ) উইলিয়াম কেরি ৩৯। রামরাম বসু কে ছিলেন?ক) বাংলা ভাষার প্রথম উপন্যাসিকখ) উইলিয়াম কেরির সহযোগীগ) প্রাচীন কবিঘ) পদকর্তা👉 উত্তর: খ) উইলিয়াম কেরির সহযোগী ৪০। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কী?ক) রামমোহন রায়ের উপন্যাসখ) বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনীগ) প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলালঘ) বিদ্যাসাগরের উপন্যাস👉 উত্তর: গ) প্যারীচাঁদ মিত্র’র আলালের ঘরের দুলাল ৪১। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম কী?ক) সোনার তরীখ) মেঘনাদবধ কাব্যগ) গীতাঞ্জলিঘ) কৃষ্ণকুমারী👉 উত্তর: খ) মেঘনাদবধ কাব্য ৪২। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডির নাম কী?ক) কৃষ্ণকুমারীখ) তিলোত্তমাসম্ভবগ) শর্মিষ্ঠাঘ) পদ্মাবতী👉 উত্তর: ক) কৃষ্ণকুমারী ৪৩। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটি কী?ক) কৃষ্ণকুমারী, তিলোত্তমাসম্ভবখ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতাগ) শর্মিষ্ঠা, মেঘনাদবধ কাব্যঘ) আলালের ঘরের দুলাল, দুর্গেশনন্দিনী👉 উত্তর: খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা ৪৪। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে, কে করেন, কোথা থেকে?ক) ১৯০৫, দীনেশচন্দ্র সেন, নেপালখ) ১৯০৭, হরপ্রসাদ শাস্ত্রী, নেপালগ) ১৯১০, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, ভারতঘ) ১৯১৬, রবীন্দ্রনাথ ঠাকুর, কাশ্মীর👉 উত্তর: খ) ১৯০৭, হরপ্রসাদ শাস্ত্রী, নেপাল ৪৫। চর্যাপদের সাথে আবিষ্কৃত অন্য বই দুটি কী?ক) মেঘদূত ও শকুন্তলাখ) দোহাকোষ ও ডাকার্ণবগ) গীতাঞ্জলি ও তিলোত্তমাসম্ভবঘ) মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলি👉 উত্তর: খ) দোহাকোষ ও ডাকার্ণব ৪৬। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা ও ইংরেজি কত সালে প্রকাশিত হয়?ক) ১৯১০, ১৩২০খ) ১৯১৬, ১৩২৩গ) ১৯২০, ১৩৩০ঘ) ১৯৩০, ১৩৪০👉 উত্তর: খ) ১৯১৬, ১৩২৩ ৪৭। চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করে ছাড়েন কে?ক) হরপ্রসাদ শাস্ত্রীখ) দীনেশচন্দ্র সেনগ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর👉 উত্তর: গ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৪৮। কোন গ্রন্থে প্রমাণিত হয় যে চর্যাপদ বাঙ্গালির?ক) বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ (১৯২৬)খ) চর্যাপদ ও বাংলা সাহিত্যগ) বাংলার ইতিহাসঘ) বৈষ্ণব পদাবলি👉 উত্তর: ক) বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ (১৯২৬) ৪৯। চর্যাপদ কিসের সংকলন?ক) প্রবন্ধের সংকলনখ) কবিতা বা গানের সংকলনগ) গল্পের সংকলনঘ) উপন্যাসের সংকলন👉 উত্তর: খ) কবিতা বা গানের সংকলন ৫০। চর্যাপদের মোট কতটি পদ উদ্ধার করা হয়েছিলো?ক) ৪২টিখ) ৪৪টিগ) সাড়ে ৪৬টিঘ) ৫০টি👉 উত্তর: গ) সাড়ে ৪৬টি ৫১। চর্যাপদের মোট কবি কতজন ছিলেন?ক) ২০খ) ২৪গ) ২৬ঘ) ৩০👉 উত্তর: খ) ২৪ ৫২। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িরা কাহ্নপার অন্য নাম কী?ক) কৃষ্ণচন্দ্রখ) কৃষ্ণাচার্যগ) রাধাচর্যঘ) ভেদাচার্য👉 উত্তর: খ) কৃষ্ণাচার্য ৫৩। চর্যাপদের ঢং-এ আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন?ক) রবীন্দ্রনাথ ঠাকুরখ) মাইকেল মধুসূদন দত্তগ) বড়ু চন্ডীদাসঘ) হরপ্রসাদ শাস্ত্রী👉 উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর ৫৪। ১৮০০ সালের আগে কবিতা গাওয়া হতো, কিন্তু কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে?ক) রবীন্দ্রনাথ ঠাকুরখ) বড়ু চন্ডীদাসগ) মাইকেল মধুসূদন দত্তঘ) হরপ্রসাদ শাস্ত্রী👉 উত্তর: গ) মাইকেল মধুসূদন দত্ত ৫৫। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন?ক) কৃষ্ণাচার্যখ) শবরীপাগ) রবি ঠাকুরঘ) দৌলত কাজী👉 উত্তর: খ) শবরীপা ৫৬। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে?ক) ১১ শতকখ) ১২ শতকগ) ১৩ শতক (১২০০–১২০৭)ঘ) ১৪ শতক👉 উত্তর: গ) ১৩ শতক (১২০০–১২০৭) ৫৭। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে?ক) রাজা শশাঙ্কখ) লক্ষ্মণ সেনগ) ভূপাল সেনঘ) চন্দ্রপাল সেন👉 উত্তর: খ) লক্ষ্মণ সেন ৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কার রচনা?ক) রবি ঠাকুরখ) বড়ু চন্ডীদাসগ) মাইকেল মধুসূদন দত্তঘ) কৃষ্ণদাস কবি👉 উত্তর: খ) বড়ু চন্ডীদাস ৫৯। কত সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য উদ্ধার করা হয়?ক) ১৯০৫খ) ১৯০৯গ) ১৯১২ঘ) ১৯১৬👉 উত্তর: খ) ১৯০৯ ৬০। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়?ক) কলকাতাখ) বাঁকুড়ার এক গোয়ালঘরগ) নবদ্বীপঘ) হাওড়া👉 উত্তর: খ) বাঁকুড়ার এক গোয়ালঘর থেকে ৬১। শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে উদ্ধার করেন?ক) হরপ্রসাদ শাস্ত্রীখ) শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভগ) রবি ঠাকুরঘ) বড়ু চন্ডীদাস👉 উত্তর: খ) শ্রীবসন্ত্রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ ৬২। বাংলাভাষার প্রথম মহাকবি কে?ক) রবি ঠাকুরখ) মাইকেল মধুসূদন দত্তগ) বড়ু চন্ডীদাসঘ) কৃষ্ণদাস কবি👉 উত্তর: গ) বড়ু চন্ডীদাস ৬৩। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে?ক) মঙ্গলকাব্যখ) বৈষ্ণব পদাবলিগ) চন্ডীমঙ্গলঘ) মনসামঙ্গল👉 উত্তর: ক) মঙ্গলকাব্য ৬৪। কত সময় ধরে মঙ্গলকাব্য রচিত হয়?ক) প্রায় দুইশো বছরখ) প্রায় তিনশো বছরগ) প্রায় চারশো বছরঘ) প্রায় পাঁচশো বছর👉 উত্তর: ঘ) প্রায় পাঁচশো বছর ৬৫। মনসামঙ্গলকাব্যের কবিগণের নাম কী?ক) হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাসখ) মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তীগ) ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরামঘ) ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রবর্তী👉 উত্তর: ক) হরি দত্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, বিপ্রদাস ৬৬। চন্ডীমঙ্গলকাব্যের কবিগণ ছিলেন?ক) হরি দত্ত, নারায়ণ দেবখ) মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকরগ) ময়ুরভট্ট, মানিকরাম, রূপরামঘ) বিজয়গুপ্ত, বংশীদাস👉 উত্তর: খ) মাণিক দত্ত, দ্বিজ মাধব, মকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর ৬৭। ধর্ম মঙ্গলকাব্যের কবিগণ ছিলেন?ক) হরি দত্ত, নারায়ণ দেবখ) মাণিক দত্ত, দ্বিজ মাধবগ) ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরামঘ) বিজয়গুপ্ত, বংশীদাস👉 উত্তর: গ) ময়ুরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম ৬৮। মঙ্গলকাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি?ক) রবীন্দ্রনাথ ঠাকুরখ) সুধীন্দ্রনাথ দত্তগ) মাইকেল মধুসূদন দত্তঘ) হরপ্রসাদ শাস্ত্রী👉 উত্তর: খ) সুধীন্দ্রনাথ দত্ত ৬৯। চন্ডীমঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?ক) হরি দত্ত, নারায়ণ দেবখ) ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রবর্তীগ) বিজয়গুপ্ত, বংশীদাসঘ) ময়ুরভট্ট, মানিকরাম👉 উত্তর: খ) ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রবর্তী ৭০। মনসা মঙ্গলকাব্যের দু’জন সেরা কবি কে কে?ক) হরি দত্ত, নারায়ণ দেবখ) ভারতচন্দ্র রায় গুণাকর, মকুন্দরাম চক্রবর্তীগ) বিজয়গুপ্ত, বংশীদাসঘ) ময়ুরভট্ট, মানিকরাম👉 উত্তর: গ) বিজয়গুপ্ত, বংশীদাস ৭১। কালকেতু–ফুল্লরা কিসের কাহিনী?ক) মনসামঙ্গলখ) চন্ডীমঙ্গলগ) অন্নদামঙ্গলঘ) ধর্মমঙ্গল👉 উত্তর: খ) চন্ডীমঙ্গল ৭২। ধনপতি লহনা কিসের কাহিনী?ক) মনসামঙ্গলখ) চন্ডীমঙ্গলগ) অন্নদামঙ্গলঘ) ধর্মমঙ্গল👉 উত্তর: খ) চন্ডীমঙ্গল ৭৩। কালকেতু–ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল?ক) নীলাম্বর, ছায়াখ) বিজয়, বংশীগ) হরি, নারায়ণঘ) চন্দ্র, রূপা👉 উত্তর: ক) নীলাম্বর, ছায়া ৭৪। স্বর্ণগোধিকা কি?ক) একটি দেবীখ) একটি গানগ) গুইসাপঘ) কাব্য👉 উত্তর: গ) গুইসাপ ৭৫। স্বর্ণগোধিকার বেশে কে মর্ত্যে আসে?ক) দেবীচন্ডীখ) চাঁদসওদাগরগ) সনকাঘ) লখিন্দর👉 উত্তর: ক) দেবীচন্ডী ৭৬। মধ্যযুগের বলিষ্ঠ আত্মবিশ্বাসী প্রতিবাদী পুরুষ কে?ক) চাঁদসওদাগরখ) লখিন্দরগ) সনকাঘ) ভারতচন্দ্র রায়গুণাকর👉 উত্তর: ক) চাঁদসওদাগর ৭৭। সনকা কার স্ত্রী?ক) লখিন্দরখ) চাঁদসওদাগরগ) ভারতচন্দ্র রায়গুণাকরঘ) ময়ুরভট্ট👉 উত্তর: খ) চাঁদসওদাগর ৭৮। সনকা কার পূজা করত?ক) দেবীচন্ডীখ) চাঁদসওদাগরগ) লখিন্দরঘ) স্বর্ণগোধিকা👉 উত্তর: ক) দেবীচন্ডী ৭৯। চাঁদসওদাগর কতদিন ঘরহারা ছিলেন?ক) ১০ বছরখ) ১২ বছরগ) ১৫ বছরঘ) ২০ বছর👉 উত্তর: খ) ১২ বছর ৮০। লখিন্দর কার পুত্র, কার স্বামী ছিলেন?ক) চাঁদসওদাগরের পুত্র, সনকার স্বামীখ) চাঁদসওদাগরের পুত্র, বেহুলার স্বামীগ) চাঁদসওদাগরের পুত্র, সনকা ও বেহুলার সম্পর্কঘ) চাঁদসওদাগরের পুত্র, দেবীচন্ডীর স্বামী👉 উত্তর: গ) চাঁদসওদাগরের পুত্র, সনকা ও বেহুলার সম্পর্ক ৮১। বেহুলার বাড়ি কোথায় ছিল?ক) নবদ্বীপখ) উজানিনগরগ) বর্ধমানঘ) পান্ডুয়া👉 উত্তর: খ) উজানিনগর ৮২। স্বর্গের ধোপানীর নাম কি?ক) নেতাখ) নীলাম্বরগ) ছায়াঘ) স্বর্ণগোধিকা👉 উত্তর: ক) নেতা ৮৩। “কবিকঙ্কন” কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন?ক) মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামেখ) ভারতচন্দ্র রায়গুণাকর, নবদ্বীপগ) হরি দত্ত, ময়মনসিংহঘ) বিজয় গুপ্ত, রাজশাহী👉 উত্তর: ক) মকুন্দরাম চক্রবর্তী, সিলিম্বাজ শহরের গোপীনাথ তালকের দামুন্যা গ্রামে ৮৪। মধ্যযুগের নির্বিকার, নিরাবেগ কবি কে ছিলেন?ক) মকুন্দরাম চক্রবর্তীখ) ভারতচন্দ্র রায়গুণাকরগ) হরি দত্তঘ) বিজয় গুপ্ত👉 উত্তর: ক) মকুন্দরাম চক্রবর্তী ৮৫। মুরারি শীল, ভাড়ুদত্ত, কলিঙ্গের রাজা কিসের চরিত্র?ক) চন্ডীমঙ্গলখ) মনসামঙ্গলগ) অন্নদামঙ্গলঘ) ধর্মমঙ্গল👉 উত্তর: ক) চন্ডীমঙ্গল ৮৬। দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়?ক) চাঁদসওদাগরখ) ঈশ্বরী পাটনিগ) লখিন্দরঘ) সনকা👉 উত্তর: খ) ঈশ্বরী পাটনি ৮৭। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” দেবী অন্নদার কাছে এটি কার প্রার্থনা?ক) চাঁদসওদাগরখ) ঈশ্বরী পাটনিগ) লখিন্দরঘ) ভারতচন্দ্র রায়গুণাকর👉 উত্তর: খ) ঈশ্বরী পাটনি ৮৮। “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এটি কার রচনা?ক) চাঁদসওদাগরখ) ভারতচন্দ্র রায়গুণাকরগ) মকুন্দরাম চক্রবর্তীঘ) হরি দত্ত👉 উত্তর: খ) ভারতচন্দ্র রায়গুণাকর ৮৯। ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন?ক) নবদ্বীপখ) উজানিনগরগ) বর্ধমানের (বর্তমান হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামেঘ) সিলিম্বাজ👉 উত্তর: গ) বর্ধমানের (বর্তমান হাওড়া) পেঁড়োবসন্তপুর বা পান্ডুয়া গ্রামে ৯০। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?ক) নবদ্বীপখ) বর্ধমানগ) রাজশাহীঘ) সিলিম্বাজ👉 উত্তর: ক) নবদ্বীপ ৯১। ভারতচন্দ্রকে ‘রায়গুনাকর’ উপাধি দেন কে?ক) নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রখ) বর্ধমানের রাজাগ) সিলিম্বাজের রাজাঘ) ময়মনসিংহের রাজা👉 উত্তর: ক) নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র ৯২। ভারতচন্দ্র রায়গুণাকরের রচিত কাব্য কোনটি যা দুশো বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে?ক) অন্নদামঙ্গলখ) বিদ্যাসুন্দরগ) ভবানন্দ–মান্সিং কাহিনীঘ) নূরনামা👉 উত্তর: খ) বিদ্যাসুন্দর ৯৩। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি?ক) ২টি: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দরখ) ৩টি: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ–মান্সিং কাহিনীগ) ৪টি: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ–মান্সিং, নূরনামাঘ) ৫টি: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ–মান্সিং, নূরনামা, চন্ডীমঙ্গল👉 উত্তর: খ) ৩টি: অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ–মান্সিং কাহিনী ৯৪। “মন্ত্রের সাধন কিংবা শ্রীর পাতন” / “নগর পুড়িলে দেবালয় কি এড়ায়” কার রচিত?ক) মকুন্দরাম চক্রবর্তীখ) ভারতচন্দ্র রায়গুণাকরগ) হরি দত্তঘ) বিজয় গুপ্ত👉 উত্তর: খ) ভারতচন্দ্র রায়গুণাকর ৯৫। শ্রীচৈতন্যদেবের জীবনকাল লিখুন।ক) ১৪৮৬–১৫৩৩খ) ১৪৭৫–১৫২৫গ) ১৪৯০–১৫৫০ঘ) ১৪৮০–১৫৩০👉 উত্তর: ক) ১৪৮৬–১৫৩৩ ৯৬। শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?ক) বৌদ্ধ ধর্মখ) হিন্দু ধর্মগ) বৈষ্ণব ধর্মঘ) জৈন ধর্ম👉 উত্তর: গ) বৈষ্ণব ধর্ম ৯৭। বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন।ক) বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাসখ) মকুন্দরাম, ভারতচন্দ্র, হরি দত্ত, বিজয় গুপ্তগ) দৌলত কাজী, শবরীপা, রবি ঠাকুর, মাইকেল দত্তঘ) নীলাম্বর, ছায়া, নেতা, স্বর্ণগোধিকা👉 উত্তর: ক) বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস ৯৮। মধ্যযুগের কবিতায় কি প্রকাশ পেত?ক) প্রেমখ) ধর্মগ) দেশপ্রেমঘ) ইতিহাস👉 উত্তর: খ) ধর্ম ৯৯। রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক?ক) প্রেম ও বিরহখ) মানবাত্মা ও পরমাত্মাগ) দাস্য ও সখ্যঘ) শান্তি ও যজ্ঞ👉 উত্তর: খ) মানবাত্মা ও পরমাত্মা ১০০। বৈষ্ণবদের মতে রস কত প্রকার, কি কি?ক) ৩টি: শান্ত, দাস্য, সখ্যখ) ৪টি: শান্ত, দাস্য, সখ্য, মধুরগ) ৫টি: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুরঘ) ৬টি: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, প্রেম👉 উত্তর: গ) ৫টি: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর ১০১। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহন করতেন?ক) মঙ্গলকাব্যকারখ) বৈষ্ণব কবিগ) চণ্ডীমঙ্গলকাব্যকারঘ) বিদ্যাসুন্দর রচয়িতা👉 উত্তর: খ) বৈষ্ণব কবি ১০২। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন?ক) বাংলাখ) সংস্কৃতগ) ব্রজবুলিঘ) পালি👉 উত্তর: গ) ব্রজবুলি ১০৩। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি?ক) মেঘনাদবধ কাব্যখ) ভানুসিংহের পদাবলীগ) কৃষ্ণকুমারীঘ) অন্নদামঙ্গল👉 উত্তর: খ) ভানুসিংহের পদাবলী ১০৪। বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন?ক) বঙ্গখ) রাজা শিবসিংহের রাজধানী মিথিলাগ) নবদ্বীপঘ) গৌড়👉 উত্তর: খ) রাজা শিবসিংহের রাজধানী মিথিলা ১০৫। বিদ্যাপতির কি কি উপাধি ছিল?ক) কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখরখ) রায়গুণাকর, কবিকণ্ঠহার, নব কবিগ) হরি দত্ত, বিজয় গুপ্ত, কবিকণ্ঠহারঘ) চন্দীদাস, রামদাস, নব কবি শেখর👉 উত্তর: ক) কবিকণ্ঠহার, মৈথিলি কোকিল, অভিনব জয়দেব, নব কবি শেখর ১০৬। বাংলাসাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান?ক) বৈষ্ণব পদাবলিখ) চণ্ডীদাসগ) মুসলমান আগমনঘ) সংস্কৃত প্রভাব👉 উত্তর: খ) চণ্ডীদাস ১০৭। বাংলাভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে?ক) রবীন্দ্রনাথখ) বিদ্যাপতিগ) মাইকেল মধুসূদন দত্তঘ) শবরীপা👉 উত্তর: খ) বিদ্যাপতি ১০৮। এক অক্ষর কবিতাও না লিখে বাংলাসাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে?ক) রবীন্দ্রনাথখ) শ্রী চৈতন্যদেবগ) ভারতচন্দ্র রায়গুণাকরঘ) হরি দত্ত👉 উত্তর: খ) শ্রী চৈতন্যদেব ১০৯। চৈতন্যদেবের জন্মস্থান, মৃত্যুস্থান লিখুন।ক) নবদ্বীপ, পুরীখ) মিথিলা, বর্ধমানগ) বর্ধমান, নবদ্বীপঘ) গৌড়, মিথিলা👉 উত্তর: ক) নবদ্বীপ, পুরী ১১০। চৈতন্যদেবের আসল নাম ও ডাক নাম কি ছিল?ক) বিশ্বম্ভর, নিমাইখ) চন্দ্র, শঙ্করগ) হরি দত্ত, নিমাইঘ) বিশ্বম্ভর, হরি👉 উত্তর: ক) বিশ্বম্ভর, নিমাই ১১১। চৈতন্যদেবের জীবনী হিসেবে সবচেয়ে বিখ্যাত রচনা কোনটি, কে রচনা করেন?ক) চৈতন্যচরিতামৃত – কৃত্তিবাসখ) চৈতন্যচরিতামৃত – শরণানন্দগ) চৈতন্যচরিতামৃত – শ্রীল চৈতন্যঘ) চৈতন্যচরিতামৃত – লক্ষ্মীনাথ👉 উত্তর: ক) চৈতন্যচরিতামৃত – কৃত্তিবাস ১১২। সীতাচরিত কার লেখা?ক) কৃত্তিবাসখ) লোকনাথ দাসগ) বাল্মীকিঘ) রবীন্দ্রনাথ👉 উত্তর: খ) লোকনাথ দাস ১১৩। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ রচনা করেছিলেন কে?ক) জোহানস গুটেনবার্গখ) মার্টিন লুথারগ) মার্সেল রুশোঘ) লুই পাস্তর👉 উত্তর: খ) মার্টিন লুথার ১১৪। মহাভারত ও রামায়ণ কে লিখেন?ক) বাল্মীকি, বেদব্যাসখ) কাশীরাম দাস, কৃত্তিবাসগ) মার্টিন লুথার, লোকনাথ দাসঘ) পরমেশ্বর, ছুটি খান👉 উত্তর: ক) বাল্মীকি, বেদব্যাস ১১৫। মহাভারত ও রামায়ণ বাংলায় কারা অনুবাদ করেন?ক) কাশীরাম দাস, কৃত্তিবাসখ) বাল্মীকি, বেদব্যাসগ) রবীন্দ্রনাথ, বিদ্যাপতিঘ) শ্রীল চৈতন্য, লোকনাথ👉 উত্তর: ক) কাশীরাম দাস, কৃত্তিবাস ১১৬। পরাগল খান কাকে দিয়ে আংশিকভাবে মহাভারত রচনা করান?ক) কবীন্দ্র পরমেশ্বরখ) কৃত্তিবাসগ) লোকনাথ দাসঘ) ছুটি খান👉 উত্তর: ক) কবীন্দ্র পরমেশ্বর ১১৭। পরাগল খানের ছেলের নাম কি?ক) ছুটি খানখ) নীলাখানগ) রাজখানঘ) স্বর্ণখান👉 উত্তর: ক) ছুটি খান ১১৮। মালাধরবসুর রচনা কোনটি?ক) শ্রীকৃষ্ণবিজয়খ) চৈতন্যচরিতামৃতগ) সীতাচরিতঘ) বিদ্যাসুন্দর👉 উত্তর: ক) শ্রীকৃষ্ণবিজয় ১১৯। শ্রীকৃষ্ণবিজয়ের অপর নাম কি?ক) চণ্ডীমঙ্গলখ) মেঘনাদবধগ) ভগবতঘ) বিদ্যাসুন্দর👉 উত্তর: গ) ভগবত ১২০। ‘পুরষ্কার’ কার কবিতা?ক) রবীন্দ্রনাথ ঠাকুরখ) মাইকেল মধুসূদন দত্তগ) বিদ্যাপতিঘ) ভারতচন্দ্র রায়গুণাকর👉 উত্তর: ক) রবীন্দ্রনাথ ঠাকুর ১২১। কৃত্তিবাসের জন্মস্থান কোথায়?ক) নবদ্বীপখ) দীয়ার ফুলিয়া গ্রামেগ) পান্ডুয়াঘ) মিথিলা👉 উত্তর: খ) দীয়ার ফুলিয়া গ্রামে ১২২। কাশীরাম কোন সময়ের মধ্যে মহাভারত রচনা করেন?ক) ১৫০০–১৫১০খ) ১৬০২–১৬১০গ) ১৭০০–১৭১০ঘ) ১৬৫০–১৬৬০👉 উত্তর: খ) ১৬০২–১৬১০ ১২৩। লক্ষ্মণ সেন কোন অঞ্চের রাজা ছিলেন?ক) গৌড়খ) বঙ্গগ) নবদ্বীপঘ) রাঢ়👉 উত্তর: গ) নবদ্বীপ ১২৪। বাংলাভাষায় প্রথম মুসলমান কবি কে ছিলেন?ক) বাহরাম খানখ) শাহ মুহম্মদ সগীরগ) সাবিরিদ খানঘ) ফেরদৌসি👉 উত্তর: খ) শাহ মুহম্মদ সগীর ১২৫। তিনি কার রাজত্বকালে কাব্যরচনা করেন, কোন কাব্য?ক) সুলতান শের শাহ – রাজকুমারী কাব্যখ) সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ – ইউসুফ–জোলেখাগ) নবাব সালিম শাহ – রসুলবিজয়ঘ) সুলতান আলাউদ্দিন – মধুমালতী👉 উত্তর: খ) সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ – ইউসুফ–জোলেখা ১২৬। হানিফা ও কয়রা পরী কার রচনা?ক) শাহ মুহম্মদ সগীরখ) সাবিরিদ খানগ) মহম্মদ কবিরঘ) বাহরাম খান👉 উত্তর: খ) সাবিরিদ খান ১২৭। কারা ফারসি ভাষায় ইউসুফ–জোলেখা রচনা করেন?ক) ফেরদৌসি ও জামীখ) শাহ মুহম্মদ সগীর ও সাবিরিদ খানগ) মহম্মদ কবির ও বাহরাম খানঘ) কাশীরাম ও কৃত্তিবাস👉 উত্তর: ক) ফেরদৌসি ও জামী ১২৮। লাইলি মজনু বাংলা অনুবাদ করেন কে?ক) শাহ মুহম্মদ সগীরখ) সাবিরিদ খানগ) বাহরাম খানঘ) মহম্মদ কবির👉 উত্তর: গ) বাহরাম খান ১২৯। রসুলবিজয় ও বিদ্যাসুন্দর কার রচনা?ক) শাহ মুহম্মদ সগীরখ) সাবিরিদ খানগ) কাশীরামঘ) মহম্মদ কবির👉 উত্তর: খ) সাবিরিদ খান ১৩০। ষোড়শ শতকের মধুমালতী কার লেখা?ক) শাহ মুহম্মদ সগীরখ) সাবিরিদ খানগ) মহম্মদ কবিরঘ) বাহরাম খান👉 উত্তর: গ) মহম্মদ কবির ১৩১। নসিহতনামা কার রচনা?ক) আলাওলখ) আফজল আলীগ) সাবিরিদ খানঘ) মহম্মদ কবির👉 উত্তর: খ) আফজল আলী ১৩২। সৈয়দ সুলতানের রচনাগুলি লিখুন।ক) নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুমরাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপখ) ইউসুফ–জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামাগ) পদ্মাবতী, চন্দ্রাবতী, পদ্যাবলীঘ) মেঘনাদবধ, কৃষ্ণকুমারী, আলালের ঘরের দুলাল👉 উত্তর: ক) নবীবংশ, শবেমিরাজ, রসুল বিজয়, ওফাতে রসুল, জয়কুমরাজার লড়াই, ইবলিশনামা, জ্ঞানচৌতিশা, জ্ঞানপ্রদীপ ১৩৩। ব্দুল হাকিমের আটটি কাব্যের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম লিখুন।ক) ইউসুফ–জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামাখ) পদ্মাবতী, চন্দ্রাবতীগ) নবীবংশ, জ্ঞানচৌতিশাঘ) মেঘনাদবধ, কৃষ্ণকুমারী👉 উত্তর: ক) ইউসুফ–জোলেখা, নূরনামা, কারবালা, শহরনামা ১৩৪। “যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী… ন জানি” কোন কাব্যের অন্তর্গত?ক) নূরনামাখ) কারবালাগ) শহরনামাঘ) ইউসুফ–জোলেখা👉 উত্তর: ক) নূরনামা ১৩৫। আরাকান রাজ্যের সভাকবি কারা?ক) আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলতখ) আফজল আলী, ব্দুল হাকিমগ) নবীবংশ, শবেমিরাজঘ) পদ্মাবতী, চন্দ্রাবতী👉 উত্তর: ক) আলাওল, মাগন ঠাকুর, কাজি দৌলত ১৩৬। আরাকান রাজ্যের শ্রেষ্ঠ কবি কে?ক) মাগন ঠাকুরখ) আলাওলগ) কাজি দৌলতঘ) আফজল আলী👉 উত্তর: খ) আলাওল ১৩৭। কোরেশী মাগন ঠাকুর কাকে আশ্রয় দিয়েছিলেন?ক) আলাওলখ) আফজল আলীগ) ব্দুল হাকিমঘ) কাজি দৌলত👉 উত্তর: ক) আলাওল ১৩৮। কোরেশী মাগন ঠাকুরের রচনা কোনটি?ক) পদ্মাবতীখ) চন্দ্রাবতীগ) নূরনামাঘ) ইউসুফ–জোলেখা👉 উত্তর: খ) চন্দ্রাবতী ১৩৯। আলাওল কোন দশকের কবি?ক) ষোড়শখ) সপ্তদশগ) অষ্টদশঘ) নবম👉 উত্তর: খ) সপ্তদশ ১৪০। আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি?ক) পদ্মাবতীখ) চন্দ্রাবতীগ) নবীবংশঘ) জ্ঞানচৌতিশা👉 উত্তর: ক) পদ্মাবতী ১৪১। মাগন ঠাকুরের অনুরোধে আলাওল কোনটি অনুবাদ করেন?ক) চন্দ্রাবতীখ) পদ্মাবতীগ) নূরনামাঘ) ইউসুফ–জোলেখা👉 উত্তর: খ) পদ্মাবতী ১৪২। সেকান্দর নামা ও হপ্তপয়করের মূল লেখক কে?ক) কবি নিজামীখ) আলাওলগ) বিদ্যাপতিঘ) মালিক মুহম্মদ জায়সি👉 উত্তর: ক) কবি নিজামী ১৪৩। প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে? তার কাব্যের নাম কি?ক) মালিক মুহম্মদ জায়সি – বীরবলখ) মালিক মুহম্মদ জায়সি – লাইলি মজনুগ) মালিক মুহম্মদ জায়সি – বিনোদিনীঘ) মালিক মুহম্মদ জায়সি – পদ্মাবতী👉 উত্তর: খ) মালিক মুহম্মদ জায়সি – লাইলি মজনু ১৪৪। মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন?ক) মৈথিলি কোকিলখ) কবিকণ্ঠহারগ) নব কবি শেখরঘ) অভিনব জয়দেব👉 উত্তর: খ) কবিকণ্ঠহার ১৪৫। সংস্কৃত ভাষায় রচিত ‘পুরুষপরীক্ষা’ কার রচনা?ক) বিদ্যাপতিখ) আলাওলগ) চন্দীদাসঘ) কৃষ্ণদাস কবি👉 উত্তর: ক) বিদ্যাপতি ১৪৬। চৈতন্যচরিতামৃত কার লেখা?ক) কৃষ্ণদাস কবিখ) বিদ্যাপতিগ) আলাওলঘ) সাহেব নিজামী👉 উত্তর: ক) কৃষ্ণদাস কবি ১৪৭। বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের আবিষ্কারক কে?ক) হরপ্রসাদ শাস্ত্রীখ) রবীন্দ্রনাথ ঠাকুরগ) মাইকেল মধুসূদন দত্তঘ) বিদ্যাপতি👉 উত্তর: ক) হরপ্রসাদ শাস্ত্রী ১৪৮। বৈষ্ণব পদাবলির শ্রেষ্ঠ কবি কে?ক) চন্ডীদাসখ) মকুন্দরাম চক্রবর্তীগ) ভারতচন্দ্র রায়গুণাকরঘ) বিজয়গুপ্ত👉 উত্তর: ঘ) বিজয়গুপ্ত ১৪৯। বাংলায় প্রথম মুসলমান কবি কোনটি?ক) আলাওলখ) শাহ মুহম্মদ সগীরগ) মাগন ঠাকুরঘ) সাবিরিদ খান👉 উত্তর: খ) শাহ মুহম্মদ সগীর ১৫০। চৈতন্যদেবের জন্মস্থান কোথায়?ক) পুরীখ) নবদ্বীপগ) বর্ধমানঘ) মিথিলা👉 উত্তর: খ) নবদ্বীপ