Welcome To Taposh Academy
"যেকোনো পড়া কঠিন করে নয়, সহজ করে পড়ুন।"
আমদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মুখস্থ নয় বরং কৌশল অবলম্বনের মাধমে পড়া মনে রাখার ব্যাপারে উৎসাহিত করা। আমরা প্রতিনিয়ত আমাদের Taposh Academy ইউটিউব চ্যানেলে এবং ফেইসবুক পেইজে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (জিকে) পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ের উপর অসাধারণ কৌশল, সাজেশন এর ভিডিও পাবলিশ করছি, এছাড়াও আমাদের অসংখ্য ছাত্রছাত্রীদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আমাদের ফেইসবুক পেইজ এবং গ্রুপে ভিজিট করতে পারেন।